দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এখন গোটা রাজ্যে ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচিটি সংগঠিত করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে বুধবার সকালে ৯নং বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন জেল আশ্রম রোড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মাটি সংগ্রহ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। এদিন এই কর্মসূচিতে অংশ নিয়ে এক সাক্ষাৎকারে রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ‘আমার মাটি আমার দেশ’ নামক এই কর্মসূচি সংগঠিত করা হচ্ছে গোটা দেশের পাশাপাশি রাজ্যের প্রতিটি বুথ স্তরে।রাজ্যের প্রতিটি বাড়ি থেকে মাটি সংগ্রহ করে এই মাটি নয়াদিল্লীতে পাঠানো হবে ।এরপর সেই মাটি দিয়ে এখানে অমৃত বাটিকা তৈরী করা হবে ।