আমার স্বামীকে হত্যা করার পর সন্ত্রাসী আমাকে বলেছিল ‘মোদীকে গিয়ে বলো’: পাহেলগাম হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি পল্লবী নামে এক মহিলা, যার স্বামী মঞ্জুনাথ রাও জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিলেন, তিনি বলেন যে তিনি সন্ত্রাসীদের মুখোমুখি হয়েছিলেন। “আমি তাদের বলেছিলাম – আমাকেও মেরে ফেলো… তাদের মধ্যে একজন বলেছিল, ‘আমি তোমাকে মারব না… মোদীকে গিয়ে বলো”,” তিনি প্রথমে ধরে নিয়েছিলেন যে কোনও নিরাপত্তা মহড়া চলছে, কিন্তু পরে তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।