ত্রিপুরা রাজ্যের গোমতী জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত জামজুরি গ্রাম পঞ্চায়েতে বৈষ্ণবীচর রেল ব্রিজ সংলগ্ন লাকি স্মল নার্সারিতে একটি আম বাগান রয়েছে সেই আমবাগানের মালিক সিরাজুল ইসলাম তিনি জানিয়েছেন 2008 সাল থেকে নাকি আম চাষের সাথে যুক্ত রয়েছেন আম গাছ ছাড়াও এখানে প্রায় আরো পাঁচ থেকে সাত ধরনের ফল চাষ করা হয় মুসাম্বির, কমলালেবু, পেয়ারা, আমরা, কুল বরই, লেবু, কলা, বিগত 17 বছর ধরে এই চাষের সাথে যুক্ত থেকে বহু পরিমাণে সহনির্বশীল হয়ে উঠেছেন বলে এমনটাই জানা সিরাজুল ইসলাম উনার এই বাগানে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ জন শ্রমিক দিনভর কাজ করে চলে যাচ্ছে তাদের পরিবারগুলি নির্ভরশীল হয়ে আছে এই বাগানের সাথে যুক্ত সিরাজুল ইসলাম জানান যখনি আমের সিজন আছে তখন প্রতি মাসে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা উপার্জন হয়। তবে সিরাজুল ইসলাম নিজে জানিয়েছেন রাজ্য সরকার হাত বাড়িয়ে দেওয়ার কারণে আজ তিনি এই জায়গা পৌঁছাতে পেরেছেন। তবে তিনি 2003 সালে প্রথমে পাঁচ বিঘ া জমিতে একটি কলাবাগান করেন তার শুরুটাই ছিল এখান থেকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post এক নবজাতক শিশু উদ্ধারের ঘটনায় মনুষ্যজাতির মানবিকতা প্রশ্নচিহ্নের মুখে !
Next post পরকীয়া সম্পর্কের জেরে এক মহিলাকে এলাকা ছাড়া করলো এলাকাবাসীরা
%d bloggers like this: