বর্তমান শিক্ষামন্ত্রী যতই বলুক না কেন ত্রিপুরা শিক্ষার মান উন্নয়ন হচ্ছে, কি বাস্তব চিত্র অন্য রকম । আয়া দিয়ে চলছে ক্লাস, প্রায় ৫০০ ছাত্র ছাত্রী সংখ্যা,মোট  শিক্ষক ৩জন , আজ  উপস্থিত এক, এমন চিত্র উঠে এসেছে সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে মাত্র ৩০  মিটার দূরে অবস্থিত, বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন ঐতিহ্যবাহী সিপাহীজলা জেলার সোনামুড়া  ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাইমারি সেকশনে, ক্ষুব্ধ অভিভাবকরা যেকোনো সময় ঝুলতে পারে স্কুলে তালা । জানা যায় দীর্ঘদিন থেকেই এই ভাবে চলতে স্কুটি, শিক্ষক স্বল্পতার ধরো চতুর্থ এবং পঞ্চম শ্রেণী কে যুক্ত করা হয়েছে ইভিনিং শিফে , তার পরে ছাত্র ছাত্রী সংখ্যা,৩৯৮ জন , রয়েছে নার্সারি, আজ সকালে স্কুলে প্রবেশ করেই আমাদের ক্যামেরায় ধরা বেহাল চিত্র, আয়া নিচ্ছে ক্লাস, ভালো লেখা পড়া করতে সকাল সকাল ১৫ থেকে ২০ কিলোমিটার দূর থেকেই অভিভাবকরা নিয়ে আসছে ছেলে মেয়েদের, কিন্তু স্কুল এসে হতাশা অভিভাবকরা, ঐতিহ্যবাহী স্কুলটির পড়াশুনা লাটে, প্রশ্ন চিন্হে ছাত্র ছাত্রীদের ভবিষ্যত, তিন জন শিক্ষক থেকে দুইজনই প্রমুসোন পেয়ে বদলি। এখন আর থাকবে এক জন শিক্ষক, এখন দেখার বিষয় খবর প্রকাশের পর স্কুলের হাল পরে কিনা,

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post তৃণমূলে সভাপতি পীযুষ, বি জে পি তে যাচ্ছেন সুবল!
Next post স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির তরফ থেকে এক আলোচনা সভার আয়োজন
%d bloggers like this: