মঙ্গলবার ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে এক কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দেশের চারপ্রান্তে কেন্দ্রীয় সরকারের “সোসাইটি রেজিস্ট্রেশন” কে সামনে রেখে শিল্পকলাকে উদ্দেশ্য করে যে প্রতারণার জাল বুনা হচ্ছে তারমধ্যে একটি হচ্ছে “CONTEMPORARY FOUNDATION FOR ART AND CRAFT” সংস্থা। এইসব সংস্থার প্রতারণার বিষয়ে উত্তর-পূর্ব ভারতের অনেক অভিভাবক অজ্ঞাত । এইসব জাল সংস্থার কার্যবিধি সম্পর্কে অবগত করার জন্যই এই সাংবাদিক সম্মেলন বলে তিনি জানান। এদিকে CFAC-র কার্যকর্তারা বার বার University দ্বারা স্বীকৃত বলে দাবী করে আসলেও এই University’র কার্যকলাপ ও সন্দেহ জনক বলে উনার বক্তব্য l