শুক্রবার উদয়পুর HDFC ব্যাঙ্কের সামনে উদয়পুর জেলা কংগ্রেস কমিটি উদ্যোগে আমানত কারীদের টাকা ফেরতের দাবিতে ধর্না বসেন । এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল বক্তব্য রাখতে গিয়ে বলেন , উদয়পুরে HDFC ব্যাংকে ৮২ লক্ষ টাকার উপর আর্থিক ঘোটালা সংগঠিত হয়েছে । এই ঘটনার সাথে ব্যাংকের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার অভিষেক সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অন্যদিকে রাধা কিশোরপুর থানা পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা কে অবশেষে গ্রেফতার করা হয়েছে। এদিন জেলা সভাপতি অভিযোগ করেন , পুলিশ কনস্টেবল জয়ন্তের সাথে শাসকদলের তাঁবড় তাবড় নেতৃত্বের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করেন জেলা সভাপতি। তিনি আরোও বলেন জয়ন্ত সাহা সর্বদিক থেকে এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। ধণা থেকে যেভাবে এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে আক্রমণ শানানো হয়েছে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি শহর জোরে। অপরদিকে কংগ্রেস হুঁশিয়ার দেয় যদি মানুষের কষ্টার্জিত টাকা ফিরিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে।