আজ সকালে রাজধানীর মঠ চৌমুহনীস্হিত নজরুল কলাক্ষেত্রে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম-জয়ন্তী পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। চলতি বছর বিদ্রোহী কবির ১২৪ তম জন্ম জয়ন্তী। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও স্থানীয় কর্পোরেটর সহ আরও অনেকে। অনুষ্ঠানের প্রথমে কাজী নজরুল ইসলামের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, কবি নজরুল ইসলাম আজো স্বমহিমায় বিরাজমান। তিনি একজন বিদ্রোহী কবি । এর কারণ নজরুল তাঁর কবিতার মধ্য দিয়ে তৎকালীন সময়ে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের যেভাবে উদ্ধুদ্ধ করেছেন তা বার বার ফুটে উঠেছে। তাই কবি নজরুলকে বিদ্রোহী কবি বলে আখ্যায়িত করা হয়ে থাকে বলে তিনি জানান।