বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী রাজধানীর ইন্দ্রনগর এলাকার বাসিন্দা অটো রিক্সা চালক শহীদ মিয়ার অটো রিক্সাটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। দুষ্কৃতকারীদের এহেন আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন। ইউনিয়নের দাবী রাজ্যে বিধানসভা নির্বাচন এর পর এই রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এই রাজ্যের পরিবহন শ্রমিকরা। ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন রাজ্য সম্পাদক মন্ডলী এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য এবং শহীদ মিয়াকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।