জন সাধারণকে ই এম আইয়ের মাধ্যমে বাইক কিনে দেওয়ার নাম করে রাজধানীতে একটি বাইক চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে । আর এই চোর চক্রকে ভাগে আনতে সদরের এস ডি পি ও অজয় কুমার দাসের নেতৃত্বে সদর মহকুমা পুলিশ প্রশাসন শুক্রবার এক স্পেশাল ড্রাইভ চালিয়ে বাইক চোর চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে। এরসঙ্গে চুরি হয়ে যাওয়া দুটি বাইকও উদ্ধার করা হয়েছে। ধৃতরা হল– রাজেশ সরকার , স্বরুপ সেন, উদয় দত্ত ও অর্জুন দাস।ধৃত চার জন একটি বাইক চোর চক্রের সঙ্গে কাজ করছে বলে শুক্রবার রাতে একথা জানিয়েছেন সদর এসডিপিও অজয় কুমার দাস।এদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও গুরুত্বপূর্ন তথ্য বেরিয়ে আসবে বলে জানান এস ডি পি ও । এধরনের স্পেশাল ড্রাইভ আগামী দিনও জারি থাকবে বলে তিনি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পরই তাঁর কেন্দ্র, কেরলের ওয়ানাডে উপ নির্বাচন হতে পারে বলে জল্পনা।
Next post মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যুজুরে এখন চলছে রক্তদান শিবির।
%d bloggers like this: