তিন রোহিঙ্গাকে আটক করে ১২৯ নং ব্যাটেলিয়ানের বি এস এফ বাহিনী, তুলে দিল ধর্মনগর থানার হাতে।
বি এস এফের ১২৯ নং ব্যাটালিয়নের জোয়ানরা ধর্মনগর রেলস্টেশনের পাশ থেকে তিনজন রোহিঙ্গাকে আটক করে।। জিজ্ঞাসাবাদ করায় সোমবার রাতে ধর্মনগর থানার হাতে তুলে দেয়। আটককৃত তিনজন হল মোঃ নাসির ২০ বছর মোঃ ইসমাইল ২১ বছর ও মোঃ রহমাতুল্লাহ ১৮ বছর। ধর্মনগর থানার হাতে তুলে দেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে থানা কর্তৃপক্ষ। তাদেরকে কোর্টে তুলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা বাদে বেরিয়ে আসবে আসল রহস্য বলে পুলিশের ধারণা। তারা কোন পথ অবলম্বন করে কেমন করে এসেছে তা কিছুই জানায়নি পুলিশ, তদন্তে সবকিছু বেরিয়ে আসবে বলে পুলিশ আশাবাদী