আগরতলা হবে ওয়ান অফ দা বেস্ট সিটি ইন নর্থইস্ট জোন |উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বোচ্চ কার পারকিং কাম মাল্টিপ্লেক্স বিল্ডিং হচ্ছে আগরতলা | যেটা শহরের সৌন্দর্যায়নকে আরও অনেক গুণে বাড়িয়ে তুলবে | বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা | উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর শহরের রূপ নিচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলা | আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যবাসী সুফল ভোগ করতে পারবে আগরতলার মাল্টিলেভেল কার পারকিং অ্যান্ড কমার্শিয়াল কমপ্লেক্সের | যেখানে থাকবে শপিং মল, ফুড কোর্ট, মাল্টি প্লেক্স,কিডস প্লে এরিয়া, এন্ড গেমিং জোন, রেস্টুরেন্ট এন্ড হোটেল ও ব্যাংকুয়েট হল এছাড়াও থাকবে 280 টি গাড়ি পার্কিংয়ের জায়গা | মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, রাজ্যের জাতীয় সড়ক উন্নয়নে কেন্দ্রীয় সরকার 10 হাজার 222 কোটি টাকা বরাদ্দ করেছে , বর্তমানে 6টি জাতীয় সড়কের কাজ চলছে, কেন্দ্রীয় সরকার আরও সাতটি জাতীয় সড়কের অনুমোদন দিয়েছে, এছাড়াও চারটি রউফওয়ে হবে রাজ্যে | আগরতলার পুরনো মোটর স্ট্যান্ডে এই মাল্টিপ্লেক্স কমপ্লেক্সের ভূমি পুজন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , কর্পোরেটর রত্না দত্ত , নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, পুর নিগমের কমিশনার ডা: শৈলেশ যাদব এবং নির্মাণ সংস্থা তিরুপতি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর প্রেম কুমার আগরওয়াল সহ পুর নিগমের অন্যান্য কর্পোরেটর গন |