বিগত দিনের মতো এবারো সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে অগ্নি নির্বাপক সপ্তাহ। প্রায় প্রতিদিন রাজ্যের কোন না কোন এলাকায় সপ্তাহটি উপলক্ষে চলছে নানা কর্মসূচি। এবার এই কর্মসূচিতে এগিয়ে এলো ও এন জি সি ফায়ার সার্ভিস। রবিবার সকালে অগ্নি নির্বাপক সপ্তাহ উপলক্ষে ওএনজিসি ফায়ার সার্ভিস এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক পদযাত্রা। এদিন পদযাত্রাটি ওএনজিসি কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমার শেষে আগরতলা রেল স্টেশনে গিয়ে সমাপ্ত হয়। এই পদযাত্রাকে ঘিরে অংশগ্রহণকারী ও এন জি সি কর্মী ও তাদের পরিবার পরিজনদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।