বনদপ্তরের বড় সাফল্য। একই দিনে পৃথক পৃথক জায়গা থেকে বিপুল পরিমাণ অবৈধ চেরাই কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হয় তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা। মঙ্গলবার ভোরে তেলিয়ামুড়া বনদপ্তরের অধিন মুংগিয়াকামির আঠারোমুড়া এলাকায় গোপন খবরের ভিওিতে অবৈধ চেরাই কাঠ বোঝাই নম্বর বিহীন একটি মারুতি ভ্যান গাড়ি সহ গাড়ির চালককে আটক করে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা। পরে আটককৃত অবৈধ চেরাই কাঠ সহ নম্বর বিহীন মারুতি ভ্যান গাড়িটিকে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। ঘটনার বিবরনে জানা যায়, তেলিয়ামুড়া বনদপ্তরের কাছে অবৈধ কাঠ পাচারের গোপন খবর আসে। আর সেই গোপন খবরের ভিওিতে মংগলবার ভোরে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা মুঙ্গিয়াকামির আঠারোমুড়া এলাকা থেকে অবৈধ চেরাই কাঠ বোঝাই নম্বর বিহীন একটি মারুতি ভ্যান গাড়িকে আটক করে, সাথে সুরেশ দেব্বর্মা নামের এক মারুতি ভ্যান গাড়ির চালককে আটক করে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। জানা গেছে, মারুতি ভ্যান গাড়িটিতে ১৬ – ১৭ ফুট অবৈধ চেরাই কাঠ ছিল, আটকৃত মারুতি ভ্যান গাড়িটি সহ অবৈধ চেরাই কাঠের আনুমানিক বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা।
অপরদিকে, গতকাল গভীর রাতে তেলিয়ামুড়ার কাকড়াছড়া এলাকার গভীর জংগলে তল্ল্যাসি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চেরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা।পরে উদ্ধারকৃত অবৈধ চেরাই কাঠ গুলোকে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে বন দপ্তরের কর্মীরা। জানা গেছে উদ্ধারকৃত চেরাই কাঠের পরিমান ৬০ ফুটের মতো। যার আনুমানিক বাজার মূল্য ৫০ – ৬০ হাজার টাকা। যদিও এই দিনের এই তল্ল্যাসী অভিযানে কাউকে আটক করতে ব্যার্থ তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা।