প্রতিদিন চুরির ঘটনা বেড়ে চলেছে উদয়পুর শহর লাগোয়া এগ্রিকালচার চৌহমুনি এলাকায় । মঙ্গলবার গভীর রাতে এক মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয় । মুদি দোকানের মালিক নারদ চন্দ্র সাহা জানান , বুধবার সকালে নিজ মুদি দোকানে এসে নারদ দেখতে পায় তার মুদি দোকানের পেছনের দরজা ভেঙে চোরের দল দোকানে প্রবেশ করে মোদি সামগ্রী নিয়ে চম্পট দেয় । ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬ হাজার টাকা বলে জানান দোকান মালিক । চুরির ঘটনার খবর পেয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ এগ্রিকালচার চৌহমুনী গিয়ে চুরির ঘটনা তদন্ত শুরু করে । এই চুরির ঘটনায় অন্যান্য বাজার ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ফের করোনায় আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী
Next post আজাদিকা অমৃত মহোৎসব-কে সামনে রেখে বিশালগড় থানায় রক্তদান শিবিরের আয়োজন
%d bloggers like this: