ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যুক্ত হল নতুন পালক। ঊনকোটি জেলায় প্রথম NQAS (National Quality Assurance Standards) মান্যতা পেল কুমারঘাট ব্লকের অধীন মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তেইশ মে মঙ্গলবার সন্ধ্যায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আধিকারিক চিকিৎসক শঙ্খ শুভ্র দেবনাথ।
জেলার মধ্যে মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিই হলো প্রথম স্বাস্থ্য কেন্দ্র যেখানে, রোগীর পরিষেবা প্রদানের মাপকাঠিতে এই সর্বোচ্চ সম্মান পেল। বিগত প্রায় ছয় মাস ধরে মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রসেনজিৎ চাকমা, চিকিৎসক মনিদ্বীপ দেওয়ান সহ অন্যান্য সকল স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করে NQAS এর মান্যতা পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছিলেন। সমস্ত প্রক্রিয়াটির তত্ত্বাবধানে ছিলেন উনকোটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আধিকারিক চিকিৎসক শঙ্খ শুভ্র দেবনাথ। চলতি বছরের এপ্রিল মাসে রাজ্য কোয়ালিটি এসুরেন্স স্ট্যান্ডার্ডস সেলে (SQAC) মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে NQAS এর জন্য প্রস্তাব পাঠানো হয়। সেই অনুসারে ভারত সরকারের অধীন নতুন দিল্লীস্থিত ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার (NHSRC) মনোনিত NQAS এর দুই সদস্যের এক প্রতিনিধি দল চলতি মাসের তিন এবং চার মে এই দুদিন মাছমাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা প্রদানের সমস্ত খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ যাচাই করেন। হাসপাতালের বহি: বিভাগ, অন্তর বিভাগ, লেবার রুম, সাধারণ প্রশাসন, ল্যাবরেটরি, জাতীয় স্বাস্থ্য কর্মসূচি সহ সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করেন। তারা দিল্লিতে ফিরে গিয়ে তাদের এই পর্যবেক্ষণের ফলাফল জমা দেন। ২৩ মে মঙ্গলবার তাদের পরিদর্শনের ফলাফল স্টেইট কোয়ালিটি এসুরেন্স সেলে পাঠায়, পরবর্তী সময় তা জেলায় জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় জেলা মুখ্য শাস্ত্র আধিকারিকের কার্যালয় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আধিকারিক চিকিৎসক শংখ শুভ্র দেবনাথ এই খুশির খবরটি সংবাদ মাধ্যমকে অবগত করেন। তিনি জানান NQAS এর মান্যতা পাওয়া একদিকে যেমন রোগীর পরিষেবা প্রদানের মাপকাঠিতে সর্বোচ্চ সম্মান পাওয়া একই সাথে আর্থিক পুরস্কারেরও সংস্থান রয়েছে। তিনি জানান এখন পর্যন্ত ঊনকোটি জেলায় একমাত্র মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রই এই মান্যতার অধিকারী। তিনি সমস্ত প্রক্রিয়াটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বাড়িতে ঢুকে ২ মহিলা সহ ৪ জনকে পেটায় বিএসএফ
Next post ত্রিপুরার ব্রান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলী।
%d bloggers like this: