ফের দুসাহসীক চুরির ঘটনা সংগঠিত হয়েছে বুধবার গভীর রাতে কমলপুর শহর লাগোয়া ডিয়ার ক্লাব এলাকায়।একই রাতে চারটি চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক বিরাজ করছে কমলপুরে। এরমধ্যে হলো দুটি মোদী দোকান, ও দুটি বাড়িতে। দোকান মালিকরা হলো প্রসেনজিৎ দেবনাথ,কালিপদ দেবনাথ। বাড়ির মালিকরা হলেন কাজল বনিক, প্রণয় দে। এদিকে চুরি হওয়া বাড়ির মালিক কাজল বণিক জানান তার স্ত্রী বর্তমানে শিলচরের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সে বাড়িতে তালা দিয়ে স্ত্রী কে নিয়ে শিলচরে ছিল কয়েকদিন। গত দু’একদিন আগে বাড়িতে এসেছে স্ত্রীর চিকিৎসার জন্য টাকা নিতে। তিনি বলেন চিকিৎসার জন্য ৩২ হাজার টাকা তিনি জোগাড় করে ঘরের মধ্যে একটি টাংকে রেখেছিল। কিন্তু নিশি কুটুম্বের দল সেই টাকাগুলিও উনার অনুপস্থিতিতে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে নিয়ে যায়। পাশাপাশি তার স্ত্রীর বেশ কিছু স্বর্ণালংকার ও নিয়ে যায় বলে জানিয়েছেন। একই অবস্থা প্রণব দের বাড়িতে। তার বাড়িতেও নিশি কুটুম্বের দল হানা দিয়ে নগদ সাড়ে বারো হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে দোকান মালিক প্রসেনজিৎ দেবনাথ জানিয়েছেন। তার দোকানের শাটারের দরজা ভেঙ্গে করে প্রবেশ করে সিসি ক্যামেরা সহ নগদ ৩২ হাজার টাকা, ছয় বান্ডিল ফ্ল্যাগ সিগারেট সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়। এদিকে কালীপদ দেবনাথ এর দোকান থেকে কিছু নগদ টাকা নিয়ে গা ডাকা দেয় চোরের দল। তবে বুধবার গভীর রাতে এই ভয়ানক চুরির ঘটনাটি সংগঠিত হওয়াতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। তারা ভেবে উঠতে পারছেন না তারা কি করে তাদের ধনসম্পদ রক্ষা করবে। তবে সকলেরই ধারণা এই চোরের দলের সাথে যুগ ও সাজশ রয়েছে এলাকার চেনা সোনা কোন ব্যক্তির।