রাস্তায় বড় গাছ ভেঙে পড়ায় একসাথে ভেঙে পড়ল ৫টি বিদ্যুৎ খুটি l ঘটনা শনিবার রাতে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধিন দেবীপুরে l রাতে রাস্তায় একটি বড় গাছ ভেঙে পড়ে যায়। এই গাছের সাথে প্রায় পাঁচটি বিদ্যুতের খুটিও ভেঙে যায় রাস্তায়। ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষন দাস ঘট নাস্থলে ছুটে যান l এরপর গাছ সরিয়ে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয় l