বৃহস্পতিবার এগিয়ে চলো সংঘের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠে। TCA প্রথম মহিলা বাইজয়েস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-এর অংশগ্রহণ কারী ওয়েস্ট এিপুরা স্ট্রাইকার্স মহিলা ক্রিকেট দল ও প্রথম বার এগিয়ে চলো সংঘ অনুর্ধ্ব ১৩ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিরোপা দখল করা ক্রিকেটারেদর সংবর্ধনা দেওয়া হয়।
উপস্থিত ছিলেন এিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এর কোষাধ্যক্ষ জয়নাল দাস, ক্রীড়া পর্ষদ এর যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, এগিয়ে চলো সংঘের সম্পাদক, সভাপতি সহ অন্যানরা।