এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে ত্রিপুরা এনার্জি ভিশন ২০৩০ রোড ম্যাপের সূচনা হয়। এর আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দফতরের মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে বিদ্যুৎ দফতরের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর এক সাক্ষাৎকারে মন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্যের বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ক্লিন এনার্জির উপর। ২০৩০ রোড ম্যাপ লঞ্চ করার একটাই উদ্দেশ্য ২০২৩ সালে কতটুকু বিদ্যুৎ লাগবে। ৬৯২ মেগা ওয়াট বিদ্যুৎ লাগবে এই রোড ম্যাপ বলছে। তাই এখন থেকে বিদ্যুৎ নিগমকে তৈরী হতে হবে বলে মন্ত্রী জানান।