এবার আর কেপুর থানার ৩০০ মিটার দূরে উকিলের বাড়িতে দুঃসাহসী চুরি।
ঘরের তালা ভেঙে মূল্যবান জিনিস ও কাগজপত্র নিয়ে যায় চোরের দল, ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার রাতে উদয়পুর মধ্যপাড়া এলাকায় শ্যামল ভট্টাচার্জি নামে এক উকিলের বাড়িতে চুরি করে চোরের দল। ঘটনাটি নজরে আসতেই খবর দেওয়া হয় আর কে পর থানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। জানা যায় পেশায় উকিল শ্যামল ভট্টাচার্য বেশ কিছু মাস ধরে বহিরাজ্যে রয়েছেন। সেই সুযোগে চোরের দল এই চুড়িকাণ্ড সংঘটিত করেছে বলে অভিযোগ আর কেপুর থানার এ এস আই অর্জুন মজুমদারের। উদয়পুরে ধারাবাহিকভাবে চুরির ঘটনা সামনে আসছে। কোথাও চোরের দল বাড়ির তালা ভেঙে নিয়ে যাচ্ছে মূল্যবান স্বর্ণালংকার, কোথাও টাকা পয়সা, আবার কোথাও চুরি করে নিয়ে যাচ্ছে গরু। একের পর এক চুরির ঘটনায় এবার প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা