এবার থানার লকআপ থেকে পালিয়ে গেল এক নেশা কারবারি!
রবিবার সন্ধ্যায় বিলোনিয়া রেল স্টেশনে নেশা সামগ্রী সহ নেশা কারবারি অভিজিৎ দাসকে আটক করেছিল জিআরপি। পরবর্তী সময়ে জিআরপি বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেয় তাকে। কিন্তু সোমবার সকালে থানার লকআপ থেকে পালিয়ে যায় এই নেশাকারবারি। এরপর ধৃত অভিজিৎ দাসকে আটক করতে বিলোনিয়া থানার পুলিশের দৌড়ঝাঁপ শুরু করে । থানার লকআপ থেকে কিভাবে পালালো নেশা কারবারি অভিজিৎ ,তা নিয়েও পুলিসি ভূমিকায় উঠছে নানা প্রশ্ন।