সোমবার ভুবনবন এলাকায় ঠাকুরের পূজা নিয়ে মায়ের সামান্য বকোণী এবং থাপ্পর দেওয়ার কারণে অপমানে নিজ বাড়িতেই বিষ পান করে গুরুতর অসুস্থ হন উজ্জ্বল ঋষি দাস নামে ১৬ বছরের এক কিশোর।। দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর উজ্জ্বল ঋষি দাসের বাবা বাড়িতে আসার পর ছেলেকে কোনভাবে বাড়িতে ডেকে আনেন এবং কিশোর নিজেই তার বাবাকে জানান সে বিষপান করেছে।। কথাটি শুনার সঙ্গে সঙ্গে কিশোরের বাবা তাকে IGM হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করে দেওয়া হয়।। গুরুতর অসুস্থ কিশোরকে জিবি হাসপাতালে আনার পর চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে ১৬ বছরের কিশোর উজ্জ্বল ঋষি দাস।। মঙ্গলবার তার মৃত দেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।। ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে মৃত কিশোরের বাবা।।