শুক্রবার থেকে এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর দরগায় অনুষ্ঠিত হয় ৩ দিন ব্যাপী গাজী বাবার দরগার মেলা।এই মেলাকে কেন্দ্র করে প্রথমদিন সকাল থেকেই চলে জুয়ার আসর।চলে দিন ভর এমনকি সারা রাতভর চলে এই জুয়া ও মদের আসার।কিন্তু জুয়ার ও মদের আসার নিয়ে পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় দর্শকের।সূত্র মারফত জানা যায় স্থানীয় মাত্তব্বর্দের দেখ রেখে চলছে এই জুয়ার আসার যাদের অতিক্রম করে গিয়ে জুয়া ও মদের আসার দমনে এক প্রকার নিরুপায় পুলিশ।এমন অবস্থায় দরগায় আসা ভক্তের প্রশ্ন আসলেই কি অসহায় পুলিশ না হয়েছে বিশাল সমঝোতা।এখন দেখার এয়ারপোর্ট পুলিশ কি করে।