শুক্রবার থেকে এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর দরগায় অনুষ্ঠিত হয় ৩ দিন ব্যাপী গাজী বাবার দরগার মেলা।এই মেলাকে কেন্দ্র করে প্রথমদিন সকাল থেকেই চলে জুয়ার আসর।চলে দিন ভর এমনকি সারা রাতভর চলে এই জুয়া ও মদের আসার।কিন্তু জুয়ার ও মদের আসার নিয়ে পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় দর্শকের।সূত্র মারফত জানা যায় স্থানীয় মাত্তব্বর্দের দেখ রেখে চলছে এই জুয়ার আসার যাদের অতিক্রম করে গিয়ে জুয়া ও মদের আসার দমনে এক প্রকার নিরুপায় পুলিশ।এমন অবস্থায় দরগায় আসা ভক্তের প্রশ্ন আসলেই কি অসহায় পুলিশ না হয়েছে বিশাল সমঝোতা।এখন দেখার এয়ারপোর্ট পুলিশ কি করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ৩০শে এপ্রিল অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পর্ব
Next post ১০০টি ‘ফুড স্ট্রিট’ খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
%d bloggers like this: