এলাকার বিকাশে বিশেষ গুরুত্ব আরোপ দিয়ে পরি দর্শনে বেরিয়েছেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা | বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পানীয় জলের সমস্যা সমাধানের | ২০২৩ বিধানসভায় ২৯ কৃষ্ণপুর কেন্দ্রে বিজেপি দলের মনোনয়ন পেয়ে এলাকাবাসীদের কথা দিয়েছিলেন জয়ী হলে এলাকার উন্নয়নে অন্তত সপ্তাহে একদিন এলাকার মানুষের সঙ্গে দেখা করবেন এবং অভাব অভিযোগ শুনবেন। যেমন কথা তেমন কাজ। নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রীত্ব পেয়েই প্রাথমিক গুরুত্ব নিজ বিধানসভা এলাকার উন্নয়ন। শনিবার সেই উদ্যেশ্যেই ২৯ কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বেরিয়ে পরেন নিজ বিধানসভা এলাকা সফরে। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ স্থানীয় নেতৃত্বরা। সফরের ফাকে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান পিছিয়েপড়া এলাকা বিশেষ করে আঠারোমুড়া পাহাড়ের বিভিন্ন অঞ্চলে বসবাস কারী মানুষের সাথে কথা বলেন, তাদের কিকি সসস্যা রয়েছে সে সম্পর্কে অবগত হয়েছেন। আগামীদিনে সসস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলেও তিনি জানান। অন্যদিকে একই দিনে ২৯ কৃষ্ণপুর বিধানসভার অধীন উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে দল এবং সংগঠনের সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন মুলক কাজের লক্ষে এক বৈঠক করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিনের এই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণপুর মন্ডলের সভাপতি তপন নম, পঞ্চায়েতের সরকারি প্রতিনিধি সহ স্থানীয় নেতৃত্বরা।এদিকে মন্ত্রীর সফরকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় | প্রতিশ্রুতি মত এলাকার জনপ্রতিনিধির এই সফর উন্নয়নের যথেষ্ট গুরুত্ব রয়েছে |
প্রতিশ্রুতি মত এলাকা সফরে বিকাশ