রাজ্যের এস টি ছাত্র ছাত্রীদের স্বার্থে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবার মাঠে নামল টি এস ইউ ছাত্র সংগঠন। এস টি ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড সময় মত প্রদান করা সহ মোট চার দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার রাজধানীর গোর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল টি এস ইউ ছাত্র সংগঠন। এদিন টি এস ইউ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে এক প্রতিনিধি দল জনজাতি কল্যাণ দপ্তরে যায়। এরপর অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়ে দাবি দাওয়া গুলি নিয়ে আলোচনা করে।অধিকর্তাও দাবি গুলি নিয়ে উনার সহমত পোষণ করেন ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ১৪ দিনের একটি শিশুকে PDA Staining অপারেশন করা হয়।
Next post আগামী ৩৬ ঘন্টার মধ্যে তীব্র আকার ধারণ করতে চলেছে ‘ঘূর্ণিঝড় বিপর্যয়’
%d bloggers like this: