ভেলোয়ারচড় বিজয় নদীতে সমুদ্র সৈকতের ন্যায় শত শত ছেলেমেয়েদের জলোচ্ছ্বাসে আনন্দ উল্লাস
পরিদর্শনে এলাকার শাসক দলীয় নেতৃত্বরা।।এ যেন এক সমুদ্র সৈকত।ভ্রমণ পিপাসুদের আনন্দ উল্লাস দেখেই অনুভব করবেন।কিছুদিন পূর্বে হঠাৎ সোশ্যাল মিডিয়ার ফেসবুকে ভেসে উঠলো বেলোয়ারচর বিজয় নদীতে সমুদ্র সৈকতের ন্যায় শত শত ছেলে মেয়েদের আনন্দ উল্লাস।পহেলা বৈশাখ এলাকার কিছু যুবক ওই নদীতে স্নান করতে গিয়ে মোবাইলে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করার পর থেকেই বিভিন্ন জায়গার ভ্রমণপিপাসুর ছেলেমেয়েরা ওই স্থানে এসে আনন্দ উল্লাস করতে দেখা যায়। যে স্থানে এতদিন কোন মানুষ যাতায়াত করত না আজ সেই শীর্ষস্থানে শত শত মানুষের সমাগম। স্থানটি রাতারাতি যেন একটি ভ্রমণ পিপাসুর স্থান হয়ে উঠলো। এলাকায় এখন কান পাতলেই শোনা যায় ভেলোয়ারচর বিজয় নদীর কথা। একদিকে বিশালগড় কাম থানা এলাকা অপরদিকে বক্সনাগরের বেলোয়ারচর অপরদিকে পুটিয়া হয়ে বাংলাদেশের সালদা নদীতে গিয়ে এই নদীটি পতিত হয়েছে। প্রচন্ড গরমের মধ্যে ছেলেমেয়েরা ঝর্ণার জলের স্রোতে আনন্দ উল্লাস করছে।এ যেন ত্রিপুরার দ্বিতীয় রোজভ্যালি পার্কে পরিণত হয়েছে। প্রকৃতির আপনা আপনা সৃষ্টিতে ভরে উঠেছে বিজয় নদীর সৌন্দর্য।আরএই ঘটনার খবর পেয়ে বর্তমান শাসক দলের বক্সনগর বিধানসভার মন্ডল সভাপতি সহ বিজিত প্রার্থী তাফাজ্জল হোসেন ওই স্থানে গিয়ে হাজির হন।পরিদর্শন করেন পুরো এলাকাটি।ওই স্থানটি বক্সনগর ব্লকের উত্তর ভ্যালুয়ারচর এলাকায় অবস্থানরত।সেখানে যেতে গেলে নাড়ুর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে চারিদিকে জঙ্গলে আবৃত্ত মাঝ বুক দিয়ে বিজয় নদীর পথ চলা।এমন সুন্দর দৃশ্য দেখে নেতা-নেত্রীরাও অবাক হয়ে যান।তারা ভাবেননি এত তাড়াতাড়ি এমন একটি প্রত্যত্ন এলাকায় এমন প্রাকৃতিক মনোরম দৃশ্য ফুটে উঠবে।তারা আশ্বাস দেন আগামী দিনে যাতে এই বিজয় নদীর জলশ্রুত ঝর্ণার সৌন্দর্য বাড়িয়ে তোলা যায় বর্তমান রাজ্য সরকারের কাছে আবেদন করবেন।তাছাড়া ওই স্থানে যাওয়ার জন্য অতি তাড়াতাড়ি একটি রাস্তা নির্মাণের পরিকল্পনা চলছে।নদীর পাড়ে জঙ্গলের মধ্যে স্থানীয় এক ব্যক্তি গত চারদিন আগে ঠান্ডা পানিও জলের দোকান দিয়ে লাভবান।পর্যটন স্থান গড়ে না উঠতেই জমে উঠেছে ওই এলাকাটি। স্থানীয় লোকজন মনে করছেন সরকার যদি বক্সনাগরের বুদ্ধ স্তূপ ও ইকো পার্ক সহ এই বিজয় নদীটিকে নিয়ে একটি বিশাল আকারে যদি একটি পার্ক গড়ে তোলা হয় তাহলে এলাকার মানুষ অর্থনৈতিকভাবে অনেক উন্নত করতে পারবেন।