রাজধানী আগরতলায় যান নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন চৌমাথা গুলিতে লাগানো হয়েছে বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল। এর পরেও কোন কোন চৌমাথায় প্রতিনিয়ত যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়োজিত থাকে ট্রাফিক কর্মী। উদ্দেশ্য একটাই যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধ করা। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার কারণে থেমে নেই দুর্ঘটনা। খোদ আগরতলা শহরের বুকেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আর এতে করে চালক সহ আহত হচ্ছে সাধারণ মানুষ। এবার এমনই এক দুর্ঘটনায় আহত হলেন তিন ব্যক্তি। ঘটনার রবিবার দুপুরে আগরতলা ওরিয়েন্ট চৌমুনি এলাকায়। সেখানে বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার থাকলেও, তা বিকল হয়ে পড়ে রয়েছে। সারা এর কোন উদ্যোগ নেই। এছাড়া সরকারি ছুটির দিন হওয়ায় নেই কোন ট্রাফিক কর্মীও। ট্রাফিক সিগনাল ব্যবস্থা বন্ধ থাকা ও ট্রাফিক কর্মী না থাকার কারণে একাংশ চালক বেপরোয়াভাবেই চলাচল করছে যানবাহন। আর এতে করে ঘটছে দুর্ঘটনা। রবিবার এমনটাই দেখা গেল ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়। একটি বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে এদিন আহত হলেন তিন ব্যক্তি। পরে দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দিন দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার চাঞ্চল্য দেখা দেয়। একই সাথে উঠতে শুরু করেছে এখন নানা প্রশ্নও।