আগাম ঘোষণা অনুসারে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে করার দাবিতে শনিবার তিপ্রা ওমেন্স ফেডারেশন রাজভবন অভিযান কর্মসূচির আয়োজন করে। এদিন রাধানগর এলাকা থেকে রাজভবন অভিযান নামক মিছিল শুরু করে ফেডারেশনের কর্মীরা। কিন্ত মিছিলটি রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় আসতেই ফেডারেশনের কর্মীদের আটকে দেয় পুলিশ প্রশাসন। এনিয়ে ক্ষোভ প্রকাশ করে তিপ্রা ওমেন্স ফেডারেশনের নেতৃত্বরা।