ককবরক ভাষাকে রোমান হরফে স্বীকৃতি দেওয়ার দাবিতে শুক্রবার রাজধানীর সার্কেট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশের সামনে টি এস এফের পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয়। এই কর্মসূচি থেকে তারা দাবি জানায়, অতি সত্বর ককবরক ভাষাকে রোমান হরফে স্বীকৃতি দেওয়া না হলে আগামী দিনে তারা রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে । এমূলে টি এস এফের নেতৃত্বরা হুঁশিয়ারি দেয়। তাদের অভিযোগ, ককবরক ভাষাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, যা কাম্য নয় বলে তারা জানায়।