যেকোনো সরকারি কাজ হোক বা বেসরকারি। আজকের দিনে আধার কার্ড একটি অতি দরকারি মাধ্যম। এর সঙ্গে জুড়ে রয়েছে সবার ব্যাঙ্ক একাউন্ট, প্যান কার্ড, রেশন সবই। নিজের আধার কার্ড যদি আপডেট না থাকে তাহলে সব ধরণের সুযোগ থেকে আপনি বঞ্চিত হবেন।
আধার কার্ড আপডেট করার সময় ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ফলে যারা মনে করছে তাদের আধার কার্ড এখনও আপডেট করা হয়নি তারা এবার নিশ্চিত থাকতে পারেন।
নিজের আধার কার্ড আপডেট করতে হলে সেটি করা যেতে পারে অনলাইনে। আপনার নাম, ঠিকানা এবং জন্ম তারিখ যেন সর্বদা ঠিক থাকে। যদি এখানে কোনও পরিবর্তন করতে চান তাহলে সেটা আগে করে ফেলুন। ফেলে রাখবেন না।
যদি আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করতে চান তাহলে আপনাকে কাছে থাকা আধার কেন্দ্রে যেতে হবে। আর এটা ছাড়া যদি আপনি অন্য কোনও আপডেট করতে চান তাহলে অনলাইন থেকে সেই কাজ করতে পারেন।
আধার ওয়েবসাইট গিয়ে আপডেট অপশন রয়েছে। সেখানে গিয়ে ক্লিক করলে বেশ কয়েকটি স্টেপ আপনার সামনে আসবে। সেগুলি সঠিকভাবে মেনে করলে আপনার আধার আপডেট হয়ে যাবে।