2018 সালে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল মুক্তির জন্য… এবার ভোট দেবে ভবিষ্যত নির্মাণের জন্য… এজন্য ত্রিপুরাবাসী দরকার.. বিজেপি সরকার… বললেন সাংসদ বিপ্লব কুমার দেব… ত্রিপুরার পরিবেশ-পরিস্থিতি যেভাবে রয়েছে তাতে 55 টি আসনে বিজেপি জিতবেই,এটাই কল্পনা এবং সংকল্প বললেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা… সোমবার রবীন্দ্রভবনে বি জে পি-র বুথ বিজয় সম্মেলনে দুজনেই ভাষণ দিচ্ছিলেন….আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৎপরতা বহুগুণ বাড়িয়েছে প্রদেশ বিজেপি… প্রচুর কর্মসূচী দিয়ে কার্যকর্তাদের ব্যস্ত করে তোলা হয়েছে… একপ্রকার নির্বাচনী প্রচারে মাঠে নেমে পড়েছে এই দল… এর ধারে কাছেও নেই অন্যান্য দলগুলো .সোমবার রবীন্দ্রভবনে বুথ বিজয় অভিযান উপলক্ষে আয়োজিত সম্মেলনে তারকা প্রচারকদের মধ্যে ছুটে এসেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা…. অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব , কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক , মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা , এবং এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব…কংগ্রেস- সিপিএম এরা ক্ষয়িষ্ণু পার্টি…কমিউনিস্টদের হল ধ্বংসাত্মক মানসিকতা…ওদের ভবিষ্যৎ কোন যোজনা নেই…বুথ বিজয় অভিযান নয় এটা , পুনরায় বি জে পি-কে ত্রিপুরায় জেতানোর অভিযান আজ থেকে শুরু হয়ে গেছে… এই 5 বছরে ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদে এবং রাজ্যবাসীর আশীর্বাদে ত্রিপুরা আজ শান্তি আর প্রগতিতে পরিপূর্ণ এক প্রদেশ…এবার বিজেপি কমপক্ষে 55 টি আসনে জিতবেই… এটাই সংকল্প…. পরিবেশ পরিস্থিতি বি জে পি-র অনুকূলে রয়েছে…বললেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা… . আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বললেন বি জে পি এবার কমপক্ষে 55 টি আসনে জিতবে… কিছুদিন ধরে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলে বেড়াচ্ছেন 60 আসনেই বিজেপি জিতবে…. 2018 সালের নির্বাচনের আগে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী উঁচু স্বরে বলতেন 60 আসনতো পাবই… তবে ব্যবধানও অনেক কমে যাবে… কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল দিল্লি বহুতদূর….