এবার ইজরায়েলে করোনার নতুন এক ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। ইতিমধ্যে সেই ভাইরাসে ২ জন আক্রান্তও হয়েছে। যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গোড়াতেই করোনার এই নয়া ভ্যারিয়ান্ট রুখতে তৎপর ইজরায়েল সরকার। ইতিমধ্যে ওই দুই আক্রান্তকে হাসপাতালে আইসোলেশন করে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলে ইজরায়েল স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে।জানা গিয়েছে, এক দম্পতি বিদেশ সফর সেরে ইজরায়েলে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন। এরপর বেন-গুরিয়োন আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের RT-PCR পরীক্ষা করতেই রিপোর্ট পজিটিভ আসে। সেই রিপোর্টেই ধরা পড়ে করোনার নয়া ভ্যারিয়ান্ট। এরপর বিমান বন্দর থেকেই ওই দম্পতিকে হাসপাতালে রেখে আইসোলেশনে রেখে বিশেষ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়।বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার নতুন ভ্যারিয়ান্টটি বিএ.১ বা ওমিক্রন এবং বিএ.২ (ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট)-এর সংমিশ্রণ। তবে এখনও পর্যন্ত নয়া ভ্যারিয়ান্টের মারাত্মক রূপ প্রকাশ পায়নি বলেই দাবি চিকিৎসকদের

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মহাবীর ক্লাব সংলগ্ন দশমী ঘাটে এক বাড়িতে বাড়ির ওয়াল টপকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রবেশ
Next post দেশের উন্নতিতে ইর্ষায়িত অনেকই, সেই কারণেই সমালোচনা-আক্রমণ”,l
%d bloggers like this: