পশু হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খুঁজে দেখতে গিয়ে তাজ্জব বনে যান বিধায়ক সুশান্ত দেব | উপরে ঘুরছে পাখা নিচে টেবিল চেয়ার ফাঁকা | দেখা নেই কর্মচারীদের | চটে গিয়ে বিধায়কের নির্দেশ এসব আর বরদাস্থ করা হবে না | বিশালগড় মহকুমায় মানুষের হাসপাতালের পরিষেবা ও পশু হাসপাতালের চিকিৎসকদের পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল সাধারণ মানুষের | বিশালগড় মহাকুমা হাসপাতালে সাধারণ অস্বস্তি নিয়ে রোগী আসলেও সোজা রেফার করে দিচ্ছে আইজিএম অথবা জিবি হাসপাতালে | কিছু কিছু ক্ষেত্রে হাঁপানিয়া হাসপাতালে রেফার করে দিচ্ছে | পাশাপাশি একই হাল পরিলক্ষিত হচ্ছে মহকুমা পশু হাসপাতালে | হাসপাতালে গবাদি পশু নিয়ে আসলে সময় মত পাওয়া যাচ্ছে না চিকিৎসকদের | আবার বাড়িতে কল করে নিলে সরকারি ডাক্তারদেরও দিতে হচ্ছে পকেট মানি | নাজেহাল অবস্থা সাধারণ মানুষের | এ জাতীয় অভিযোগ পেয়ে বৃহস্পতিবার মহকুমা পশু হাসপাতাল পরিদর্শনে যান এলাকার বিধায়ক সুশান্ত দেব | সঙ্গে ছিলেন মহকুমা শাসক বিনয় ভূষণ দাস |পশু হাসপাতালে অধিকাংশ রুমই ছিল ফাঁকা | দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ও আমলা আধিকারিকদের অধিকাংশই অনুপস্থিত | মহকুমা পশু হাসপাতালের এ ধরনের পরিস্থিতি দেখে রীতিমত চোখ ছানাবড়া হয়ে যায় মহাকুমা শাসক ও বিধায়কের | ক্ষেপে গিয়ে বিধায়ক বলেন, হাসপাতালটি চলবে কিভাবে ? সেটা আপনারাই বলতে পারেন |বিধায়ক হাসপাতালের প্রতিটি রুম পরিদর্শন করে একই চিত্র দেখলেন | কথা বলেন হাসপাতালে আসা গবাদি পশুর মালিকদের সাথে | একই সঙ্গে তাদের আশ্বস্ত করে বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে এখন থেকে | প্রসঙ্গত বিশালগড়ের তরুণ বিধায়ক নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই এলাকার গুরুত্বপূর্ণ অনেক স্থান পরিদর্শন করেছেন | বিধায়কের এই পরিদর্শনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দিনে এলাকার পরিবেশ পরিস্থিতি এবং সরকারি অফিস গুলির কর্মসংস্কৃতি অনেকটাই ফিরে আসবে বলে ধারণা করছেন সাধারণ মানুষ |