বৃহস্পতিবার রাতে পর পর তিনটি দোকানে চুরির ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনা কল্যানপুরের বাগান বাজার এলাকায়। শুক্রবার ঘটনাটি প্রকাশ্যে আসে l শুক্রবার সকালে বাগান বাজারের মুদি ব্যবসায়ী কৃষ্ণধন দাস নিজের দোকান খুলতে গিয়ে লক্ষ্য করেন তার দোকানের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। বাইরে থেকে দোকানের ভেতরে লন্ডভন্ড অবস্থা দেখতে পেয়ে সাথে সাথেই কল্যাণপুর থানায় দেন l ব্যবসায়ী কৃষ্ণধন শুক্লদাস অভিযোগ করে বলেন তার দোকানের প্রায় চল্লিশ কার্টুন ভোজ্য তেল চোরের দল হাতিয়ে নিয়েছে। যার বাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকার উপরে। একই রাতে গুংরাইছড়া এলাকার অনিতু দেব ও অমৃত দেবের মুদি দোকানে চোরের দল হানা দিয়ে বিভিন্ন সামগ্রী হাতিয়ে নেয়।খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করেছে বলে জানা গেছে। এখন প্রশ্ন উঠেছে পুলিশের পাহারা নিয়েও। এদিকে একই রাতে পর পর তিনটি দোকানে চুরির ঘটনায় জনমনে এক অজানা আতঙ্ক বিরাজ করছে l