গরু চুরির যন্ত্রণায় অতিষ্ট হয়ে অবশেষে রাতে পাহারা দিয়ে কুখ্যাত গরু চোরকে আটক করল এলাকার জনগণ।তুলে দেওয়া হলো স্থানীয় পুলিশের হাতে।ঘটনা বিবরণে জানা যায় কদমতলা থানাধীন ব্রজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের সরলা চার নং ওয়ার্ডের বাসিন্দা কুখ্যাত গরু চোর বাদল দাস বয়স( ৪০)পিতা বিরেশ দাস,সোমবার রাতে স্থানীয় এলাকা থেকে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে।পরে কদমতলা থানা খবর দেওয়া হলে পুলিশ গিয়ে কুখ্যাত গরু চোরকে আটক করে থানায় নিয়ে আসে।পুলিশ ধৃতের বিরুদ্ধে চুরির মামলা রজু করে,যার নম্বর KDL PS-02/2025/ভারতীয় দন্ডবিধির 303 ধারায়।বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করবে বলে জানায় পুলিশ ।
এদিকে ব্রজেন্দ্র নগর এলকার জনগণ জানান দীর্ঘদিন থেকেই ধৃত চোর এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।গরু চুরি ছাড়াও সে বিভিন্ন চুরিকান্ডর সাথে যুক্ত বলেও জানান গ্রামবাসীরা।তাই গ্রামবাসীর পক্ষ থেকে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এ ধরনের ছুটি কাণ্ড রুখতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নলছড়ে বাড়ছে সিপিআইএম ! বিধানসভা কেন্দ্রের শিবনগর গাঁও সভায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি।
Next post “বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা” নিয়ে Aoj’র উদ্যোগে আলোচনা চক্রের আয়োজন!
%d bloggers like this: