রবিবার সকালে রাজধানীর ইন্দ্রনগর কারগিল বাজার সংলগ্ন ব্রিজের পাশে একটি বাড়ি থেকে কুখ্যাত নেশা সামগ্রী বিক্রেতা সহ এক ক্রেতাকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। দীর্ঘ দিন ধরে এলাকাবাসীর অভিযোগ ছিল এলাকায় রমরমা নেশা সামগ্রী বিক্রি করা হয়। এরপর এদিন সকালে এলাকাবাসী মিলে অভিযুক্তকে ধরে পূর্ব থানার পুলিশ হাতে তুলে দেয়। তার নাম সুদর্শন মালাকার l ধৃতকে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ l