
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংঙ্গে বৈঠক শেষ করে বুধবার রাজ্যে ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিপ্লব কুমার দেবের বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছিল। আগামী ২৭ এবং ২৮ আগস্ট রাজ্য সফরে আসছেন বি জে পি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দুদিনের এই সফরে একাধিক সাংগঠনিক কর্মসুচী রয়েছে বলে বি জে পি সুত্রে জানা যায়।
এদিকে রাজ্য বি জে পি’র নতুন সভাপতি কাকে করা হয় তা নিয়েও চলছে জল্পনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বিপ্লব দেবের বৈঠকের পর জল্পনা আরও বেড়ে যায় যে প্রদেশ বি জে পি’র পরবর্তী সভাপতি হয়তো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-কেই করা হতে পারে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা সময়েই গোটা ছবিটি পরিস্কার হয়ে যাবে।