“ত্রিপুরা রাজনীতিতে ফের গরম হাওয়া।
রাজ্যের শাসক দল বিজেপির রাজ্য কমিটিতে বড় পরিবর্তনের জল্পনা জোরালো হচ্ছে।
কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মিলছে বার্তা — বদল আসতে পারে সভাপতি পদে।
বর্তমান সভাপতি রাজীব ভট্টাচার্য্য, যদিও এখনও পদে বহাল, তবে রাজনৈতিক মহলে আলোচনা — খুব শিগগিরই দেখা যেতে পারে নতুন মুখ।
বিশ্লেষকরা বলছেন —
২০২৮ বিধানসভা নির্বাচন এর আগে সংগঠনিক চ্যালেঞ্জ মাথায় রেখে বিজেপি চাইছে শক্ত ভিত গড়া হোক তৃণমূল স্তরে।
আর সেই কারণেই একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্বের সন্ধানে দ
সূত্রের খবর, সম্ভাব্য সভাপতির দৌড়ে রয়েছেন কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা —
🔸 একজন বর্তমান মন্ত্রী,
🔸 একজন আদিবাসী সম্প্রদায়ের অভিজ্ঞ সংগঠক,
🔸 ও একজন দিল্লির ঘনিষ্ঠ, তরুণ মুখ।
সুত্রের খবর এই তালিকায় রয়েছেন টিংকু রায়, অমিত রক্ষিত, ভগবান দাস, তাপস ভট্টাচার্য, ঋসিকেশ রা।
তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
দলীয় মহলের মতে, নতুন সভাপতির দায়িত্ব হবে –
✅ দলের মধ্যে ঐক্য বজায় রাখা
✅ বিরোধী দলগুলোর জোট রাজনীতিকে মোকাবিলা করা
✅ এবং আগামী নির্বাচনে বিজেপিকে সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া।
রাজনৈতিক মহলের প্রশ্ন —
ত্রিপুরা বিজেপি কি নতুন সভাপতি দিয়ে আবারও সংগঠনকে চাঙ্গা করতে পারবে?
নতুন মুখ কি সত্যিই আনবে তৃণমূলে গতি?
“আগামী কয়েকদিনেই হয়তো পরিষ্কার হয়ে যাবে ত্রিপুরা বিজেপির ভবিষ্যৎ রূপরেখা।
কে হবেন রাজ্যের গেরুয়া বাহিনীর নতুন অধিনায়ক —
সেই দিকেই এখন তাকিয়ে পুরো রাজনৈতিক মহল।”