রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের আর্থিক সাহায্যে কৈলাসহরের শহর উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা নিয়ে মাঠে নামলেন রাজ্য নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার, কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে। কৈলাসহর শহরের নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদারের নেতৃত্বে দপ্তরের অন্যান্য আধিকারিকরা কৈলাসহরে এসে কৈলাসহর পুর পরিসদের কনফারেন্স হলে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে, কাউন্সিলর সিকিম সিনহা, জয়দ্বীপ দাস, কৈলাসহরের ভারপ্রাপ্ত মহকুমা শাসক নব কুমার জমাতিয়া সহ আরও অনেকে। বৈঠকের শুরুতেই নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তাকে সংবর্ধনা প্রদান করেন পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার বলেন যে, কৈলাসহর শহরের গোবিন্দপুর এলাকার কলেজের পাশের পরিত্যক্ত বড় পুকুরটিকে সংস্কার করে সৌন্দর্যায়ন করা হবে। পুকুরটিকে সৌন্দর্যায়ন করার পর নতুন এক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। তাছাড়া কৈলাসহর শহরে একটি মার্কেট হাব গড়ে তোলা হবে। সম্প্রতি কৈলাসহর পুর পরিসদের পক্ষ থেকে শহরের পাইতুরবাজার এলাকায় ঊনিশ গন্ডা জায়গা ক্রয় করা হয়েছিলো। সেই জায়গায় মার্কেট হাব গড়ে তোলা হবে। এছাড়া কৈলাসহর শহর এলাকার এবং শহরের বাড়ি ঘরের নোংরা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য কৈলাসহর শহর থেকে দশ কিলোমিটার দূরে জলাই গ্রামের একটি জায়গা ঠিক করা হয়েছিলো। সেই জায়গায় শহরের বর্জ্য পৃথকীকরণ সেন্টার গড়ে তোলা হবে। এই বর্জ্য পৃথকীকরণ সেন্টারে সার উৎপাদন করা হবে এবং প্লাস্টিক সহ লোহার বিভিন্ন আইটেম তৈরি করা হবে। যা পরবর্তী সময়ে এই বর্জ্য পৃথকীকরণ সেন্টার থেকে সার, প্লাস্টিক এবং লোহার বিভিন্ন আইটেম বিক্রি করে কৈলাসহর পুর পরিসদ আর্থিক ভাবে সমৃদ্ধ হবে। এবং এই বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রে বেকার যুবক যুবতীদের কর্ম সংস্থানের ব্যবস্থাও হবে বলে জানান নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার। পুর পরিসদের কনফারেন্স হলের বৈঠকে এই কথাগুলো বলে কলেজের পুকুরটি, মার্কেট হাবের জন্য শহরের পাইতুরবাজারের জায়গাটি এবং জলাই গ্রামের নবনির্মিত বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রটি পরিদর্শনে আধিকারিকরা যান। পরিদর্শনে উপস্থিত ছিলেন পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার, কাউন্সিলর সিকিম সিনহা সহ আরও অন্যান্য আধিকারিকরা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা
Next post ৮ জনের প্রতিনিধি দল খুমুলুঙ পরিদর্শনে আসেন
%d bloggers like this: