অবশেষে কৈলাসহর বাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কৈলাসহরের অনেক শিক্ষিত যুবকরা আজকের দিনে ত্রিপুরা রাজ্যে তথা জাতীয় স্থরে দাপিয়ে ক্রিকেট খেলে যাচ্ছে। কিন্তু সেইদিক থেকে কৈলাসহরে উন্নতমানের ক্রিকেট স্টেডিয়াম ছিলো না। কৈলাসহরের পাইতুরবাজার এলাকায় অবস্থিত বিদ্যানগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে ২০০৭সালে ক্রিকেট স্টেডিয়ামের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। কিন্তু ভিত্তি প্রস্তর স্থাপনের পর ক্রিকেট স্টেডিয়ামের কাজ কোনো এক অজ্ঞাত কারণে শুরু হয়নি। অবশেষে ২০১৮সালে রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হলেও ত্রিপুরা রাজ্য ক্রিকেট এসোসিয়েশনের প্রশাসনিক জটিলতার জন্য ফের ক্রিকেট স্টেডিয়ামের কাজ বন্ধ হয়ে গেলেও সাম্প্রতিক কালে কৈলাসহর ক্রিকেট এসোসিয়েশনের প্রাক্তন সদস্য তথা বর্তমান রাজ্য ক্রিকেট এসোসিয়েশনের এপেক্স কাউন্সিলের সক্রিয় সদস্য সুমন্ত দেবরায়ের ঐকান্তিক প্রচেষ্টায় কৈলাসহরের ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে। এমনকি কাজ প্রায় শেষ পর্যায়ে। পঁচিশ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কৈলাসহর ক্রিকেট এসোসিয়েশনের পাঁচজনের এক প্রতিনিধি দল ক্রিকেট স্টেডিয়ামের কাজের অগ্রগতি দেখার জন্য বিদ্যানগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে যান। পাঁচজনের প্রতিনিধি দলে ছিলেন কৈলাসহর ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি নিতিশ দে, কৈলাসহর ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি শ্যামল দাস, কৈলাসহর ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক প্রলয় পাল, কৈলাসহর ক্রিকেট এসোসিয়েশনের সদস্য অনুপ দাস, ত্রিপুরা রাজ্য ক্রিকেট এসোসিয়েশনের এপেক্স কাউন্সিলের সক্রিয় সদস্য সুমন্ত দেবরায়। কাজের অগ্রগতি দেখার পর কৈলাসহর ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি নিতিশ দে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, বিদ্যানগর স্কুল মাঠে ক্রিকেট স্টেডিয়ামের কাজ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই মাঠের চারপাশে পাকা ড্রেনের কাজ এবং বাউন্ডারির কাজ সম্পুর্ন হয়ে গেছে। মাঠে মাটি ভর্তি করে ফিলিং-এর কাজ একেবারেই শেষ প্রান্তে রয়েছে বলে জানান

ত্রিপুরা রাজ্য ক্রিকেট এসোসিয়েশনের এপেক্স কাউন্সিলের সক্রিয় সদস্য সুমন্ত দেবরায় জানান যে, কিছু দিনের মধ্যেই ক্রিকেট স্টেডিয়ামের কাজ শেষ হবার পর মাঠে নয়টি উইকেট অর্থাৎ নয়টি পিচের কাজ শুরু হবে এবং আগামী সিজনে খেলার জন্য ক্রিকেট স্টেডিয়ামে তৈরী হয়ে। কৈলাসহরের অতি দীন দরিদ্র ছেলে সেন্টু সরকার আজ জাতীয় স্থরে দাপুটের সহিত রেগুলার ক্রিকেট খেলে যাচ্ছে। কৈলাসহরের বিদ্যানগর দ্বাদশ শ্রেণি মাঠে ক্রিকেট স্টেডিয়াম সম্পুর্ন হবার পর কৈলাসহর থেকে আরও অনেক ক্রিকেটার তৈরী হবে বলে সুমন্ত বাবু জানান

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post দা দিয়ে বৃদ্ধা মায়ের হাত আলাদা করে দেয় ছেলে
Next post ফলাফলের আগেই রাজ্য ত্যাগের প্রচার অস্ত্র ভবিষ্যতের জন্য অশনি সংকেত!
%d bloggers like this: