বৃহস্পতিবার আগুন লাগে কোচির ওই বর্জ্য পদার্থ নিষ্কাশন প্ল্যান্টে l রাতভর চেষ্টা করেও সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দমকল কর্মীরা প্রাণপণে চেষ্টা করছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। শহরের বাসিন্দাদের সুরক্ষার জন্য যথা সম্ভব বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।জানা গিয়েছে, বৃহস্পতিবার কোচির ব্রহ্মপুরম এলাকায় একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে আগুন লাগে। দাহ্য পদার্থে পরিপূর্ণ হওয়ায় নিমেষেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আকাশে পোড়া প্লাস্টিক ও অন্য়ান্য় বিষাক্ত পদার্থও উড়তে থাকে। যতই শহরের ভিতরে প্রবেশ করে ওই বিষাক্ত গ্য়াস, ততই অসুস্থ হয়ে পড়তে থাকে সাধারণ মানুষ। এদিকে কোচি শহরের বাসিন্দারা জানিয়েছে, রাস্তায় বের হলেই চোখ ও গলা জ্বালা করছে। এমনকী, অনেকের শ্বাসকষ্টও হচ্ছে। এদিকে, গোটা শহরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় কেরল সরকারের তরফে বলা হয়েছে যে বাড়ি থেকে বের হলে সকলে যেন অবশ্যই এন-৯৫ মাস্ক ব্যবহার করে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি জগিং, মর্নিং ওয়াক করতেও বারণ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাজ্যে বাল্ড ব্যাংকগুলোতে রক্তশূন্যতা
Next post বিপর্যয় ঝুঁকি হ্রাসের জাতীয় প্ল্যাটফর্ম’ (NPDRR)-এর তৃতীয় অধিবেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী l
%d bloggers like this: