একাধারে যেমন অপরাধীদের দমনে রয়েছে বলিষ্ঠ হাত, আবার কন্ঠে রয়েছে সুরের যাদু। পরনে পুলিশের ইউনিফর্ম আর গলায় অরিজিৎ সিং-এর গান। সম্প্রতি এমনই অন্য মেজাজে দেখা মিলেছে এক পুলিশকর্মী। যার খালি গলায় অরিজিৎ সিং-এর গানেই মুগ্ধ হয়েছে নেটদুনিয়ায়। দেশের সঙ্গীত জগতে অরিজিৎ সিং এখন অন্যতম পরিচিত নাম। রাজ্য তো বটেই তাঁর গানে মোহিত হয়ে যায় সমগ্র দেশবাসী। এমনকী বিদেশেও অরিজিতের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। আর অরিজিতের ভক্তের তালিকায় রয়েছেন এক পুলিশকর্মীও। তাঁরও যে বাঙালি গায়কের গান খুবই পছন্দ তা তাঁর নিজের কন্ঠের গান শুনেই বেশ বোঝা গিয়েছে। সম্প্রতি ওই পুলিশ কর্মীকে লাল সিংহ চাড্ডা ছবির ‘তেরে হাওয়ালে’ গানটি গাইতে দেখা যায়। রজত রাঠোর নামের ওই পুলিশকর্মী সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের গানের ভিডিয়ো শেয়ার করেন। কখনো তাঁকে গাড়িতে, আবার কখনো বাড়ির মধ্যে কিংবা পার্কিং-এ দাঁড়িয়ে গিটার বাজিয়ে গান করতে দেখা যায়। তবে স্থান যাই হোক না কেন রজতের প্লেলিস্টে অরিজিত সিং-এর গানই রয়েছে বেশি। যেমন বেশ কয়েকদিন আগের এক ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি পার্কিং লটে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তাঁর পরনে পুলিশের উর্দি। সেই সময়ই তিনি খালি গলায় অরিজিৎ সিংয়ের গান গাইছেন। আর তাঁর গান শুনলে প্রশংসা না করে থাকতে পারবেন না আপনিও। তেমনই অজস্র মানুষ গানের প্রশংসা করেছেন। এমনকী ওই পুলিশকর্মীকে বলিউডে প্লেব্যাক সিঙ্গিংয়ের সুযোগের দাবিও জানিয়েছেন নেটিজেনদের একাংশ। প্রসঙ্গত, আমাদের দেশে যে প্রতিভার অভাব নেই ইন্টারনেট খুললেই চোখে পড়ে। আসলে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন প্রান্তের মানুষের নাচ, গানের প্রতিভা সকলের সামনে আসার সুযোগ পায়। আর নেটিজেনদের নজরে এসে গেলে সেই ভিডিয়ো এক নিমেষে ভাইরাল হতেও বেশি সময় নেয় না। সাম্প্রতিককালে অনেক বেনামী ব্যক্তিই সোশ্যাল মিডিয়ায় প্রচার পাওয়ায় খ্যাতিও পেয়েছেন। আর এবার সেরকমই এক পুলিশকর্মীর অরিজিৎ সিং-এর গান সকলের নজর কেড়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post চোরের উপর বাটপাড়ি!
Next post বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আর ছয় মাস অপেক্ষা করতে হবে না স্বামী-স্ত্রীকে?
%d bloggers like this: