গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক যুবতী। মৃত যুবতীর নাম রূপা সাহা। ঘটনা গৌতম নগর এলাকায়। জানা যায় সোমবার রাতে নিজ ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। পরবর্তী সময় ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বাড়ির লোকেরা রুপাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মঙ্গলবার সকালে এলাকাবাসীদের তরফ থেকে জানা যায় বাড়িতে দিদনের বকুনি খেয়ে অভিমানে আত্মহত্যা করে রূপা। এই ঘটনায় শোকের ছায়া বিরাজ গোটা এলাকায়।