বনদপ্তরের উদাসীনতায় আবারও গাড়ির ধাক্কায় মৃত্যু লুপ্তপ্রায় এক বন্যপ্রাণীর। ঘটনা বৃহস্পতিবার চড়িলাম বাজার সংলগ্ন জাতীয় সড়কে। এলাকাবাসী জানিয়েছে প্রায় সময় চড়িলাম বাজার সংলগ্ন জাতীয় সড়কে গাড়ির নিচে চাপ পড়ে বন্য প্রাণীদের মৃত্যু হচ্ছে। সিপাহীজলার অভয়ারণ্যের সংরক্ষিত জঙ্গলে খাদ্য সংকট এবং বনদস্যুদের অবাদে অরণ্য নিধনের কর্মযজ্ঞের ফলেই বন্যপ্রাণীদের লোকালয়ে এসে প্রাণ দিতে হয়েছে বলে স্থানীয়দের অভিমত। নিহত হওয়া বন্য প্রাণীটি ওয়াইল্ড ক্যাট বলে ধারণা প্রত্যক্ষদর্শিদের। তবে দীর্ঘক্ষণ যাবৎ জাতীয় সড়কে প্রাণীটির মৃতদেহ পড়ে থাকলেও মৃতদেহটি উদ্ধার করতে বন দপ্তরের কোনও তৎপরতা দেখা যায়নি।