আজ থেকে প্রায় দশবছর আগে উদয়পুর ধ্বজনগর এলাকার নিতাই দাশের সঙ্গে বিয়ে হয়েছিল উদয়পুর ছাতারিয়ার লিপিকা সরকারের সঙ্গে। নিতাই পেশায় একজন দিনমজুর। বিয়ের পর দুইজনের সংসার ভাল চলছিল। এরমধ্যে লিপিকা দুইছেলের মা হয়েছে।বড়ছেলেকে এলাকার একটি বিদ্যালয়ে ভর্তি করিয়েছে।ছোট ছেলে এখনও ঠিক ভাবে হাঁটতে কিংবা কথা বলতে পারে না। বড়ছেলেকে প্রতিদিন বাড়ির পাশে বিদ্যালয়ে দিয়ে আসে মা লিপিকা।আজ থেকে কিছু দিন আগে রড় ছেলে কে বিদ্যালয়ে দেবার নাম করে ছোট ছেলে কে কোলে নিয়ে বাড়ি থেকে বের হয়।বড় ছেলে কে বিদ্যালয়ে দিয়ে আর বাড়ি আসে নি লিপিকা। সকাল, দুপুর গড়িয়ে রাত হয়েছে আর বাড়িতে ফিরে আসেনি লিপিকা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে উদয়পুর রাধা কিশোর পুর থানায় নিখোঁজ হবার ঘটনা জানানো হয় পরিবারের পক্ষ থেকে। পুলিশ লিপিকার সন্ধানে নেমে পড়েছে বলে খবর।এখন দেখার বিষয় পুলিশ লিপিকার সন্ধানে কতটুকু সাফল্য অর্জন করতে পারে সে দিকে তাকিয়ে আছে এলাকার লোকজন সহ পরিবারের সবাই। এদিকে পরিবারের লোকজন দের সন্দেহ এলাকার এক বখাটে ছেলে শঙ্খদীপ সূএধরের সঙ্গে ও পালিয়ে যেতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে। পুলিশ সে দিকে ও নজর রেখে চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post চোর সন্দেহে পঞ্চায়েত মেম্বার এর ছেলেকে গণধোলাই দিল স্থানীয়রা
Next post বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন এক নেতা
%d bloggers like this: