আজ ১লা মে l শ্রমিক দিবস l এদিন গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয় l এদিন সিপি আই এমের উদ্যোগে
সিপি আই এম দশরথ দেব ভবনে দিনটি পালন করা হয় l উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব রতন ভৌমিক, পবিত্র কর সহ আরো অনেকে l উপস্থিত অতিথিরা দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন l