বিশালগড় আমবাগান এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরি।
ঘটনা বিবরণে জানা যায় গতকাল রাতে বিশালগড় থানা দিন আমবাগান এলাকায় মদন গোস্বামী বাড়ি দরজা ভেঙে ২ টি গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে যায় চুরের দল।
পরবর্তী সময়ে মদন গোস্বামী বুধবার দুপুর ১২ টা নাগাদ মদন গোস্বামী বিশালগড় থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
জানা যায় বিশালগড় ভিন্ন এলাকায় নেশাখোর যুবকরা নেশায় আসক্ত হয়ে চুরি করে যাচ্ছে, বিশালগড় থানার পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করলে চুরির ঘটনা ঘটবেনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বর্তমানে মণিপুরে বিরাজ করছে অশান্তিকর পরিবেশ
Next post মরণোত্তর দেহ দান নিয়ে বিপাকে মৃতের পরিবার
%d bloggers like this: