জলের টেংকি বানানো হলেও পাম অপারেটর না থাকার বা নিউক না করা কারণে দীর্ঘদিন জলের জন্য ভুগছে গ্রামবাসীরা । সেজন্য আজ ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত মানিরামপুর বন বিহারি এডিসি ভিলেজ গ্রামবাসীরা জল না পাওয়ার কারণে আজ সকাল পাঁচটা থেকে রাস্তা অবরোধ করে বসে ঋষ্যমুখ থেকে জোলাইবাড়ি যাওয়ার পথে মানিরামপুর বন বিহারি এলাকায়। এলাকাবাসীরা রাস্তা অবরোধ করার প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা হয়ে গেলেও এখন পর্যন্ত ভিডিও বা পুলিশ প্রশাসন এসে পৌঁছয়নি। সাংবাদিক কে মুখোমুখি হয়ে মানিরামপুর বনবিহারী এলাকায় গ্রামবাসীরা বলেন ।এই মানিরামপুর বনবিহারি এলাকায় মধ্যে জলের টেংকি অলরেডি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়া সত্বেও আজ পর্যন্ত পাম অপারেটর নিয়োগ করা হয়নি। সেই কারণে দীর্ঘদিন জলে সমস্যা হচ্ছে গ্রামবাসীরা নিজের এলাকাতে জল না পাওয়াতে বাধ্য হয়ে জনা জল খেতে হয়। মানিরামপুর বনবিহারি গ্রামবাসীরা। পরবর্তীতে ঋষ্যমুখ থানা পুলিশ প্রশাসন সহ DWS অধিকারি ওসিমহন জমাতিয়া এসে তাদের সঙ্গে কথাবার্তা সাক্ষাৎ হয়ে পরবর্তীতে ঠিক দুপুর এক তাই রাস্তা অবরোধতা উঠিয়ে নেই।