আড়ালিয়া মুসলিম পাড়ায় নাবালিকা গৃহবূধর রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া ঘিরে এলাকা চাঞ্চল্য ছড়ায়। তার নাম তনুজা বেগম। বয়স আনুমানিক ১৫ বছর। তার স্বামীও বাড়িতে নেই। শুক্রবার সকালে নাবালিকার বোনের বাড়িতে গিয়ে হাজির হয় তার শ্বশুর-শাশুড়ি। তারা জানান তনুজা বেগম নিখোঁজ। তারা ছুটে আসেন তনুজার শ্বশুরবাড়িতে। বাড়িতে কয়েক জায়গায় রক্ত দেখা যায়। এ থেকেই সবার সন্দেহ হয়তো তনুজা আর বেঁচে নেই।