নির্বাচনোত্তর সন্ত্রাসে স্বামী বিবেকানন্দ আবাসন ও গোর্খাবস্তী এলাকার ঘর ছাড়া ৩১টি পরিবারকে অবিলম্বে বাড়ী ফেরানোর দাবিতে শনিবার পুলিশ সদর দপ্তরের বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম দল। এদিন এবিষয়ে সিপিএম সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী অভিযোগ করে বলেন, তিন মাস হয়ে গেলেও এখনো তারা বাড়ি ফিরতে পারে নি। এনসিসি থানা থেকে শুরু করে বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও জানানো হয়েছিল। কিন্তু পুলিশ এবিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করে নি বলে অভিযোগ। তাই রাজ্য পুলিশ প্রধানের কাছে এবিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন তার জন্যই বিক্ষোভ প্রদর্শন করা হয় । এরপরও যদি সমাধান না হয় তাহলে আগামী দিন দল বিকল্প চিন্তা করবে বলে তিনি হুশিয়ারি দেন।